দেশজুড়ে

বিএনপিকে ঠেকাতে লাঠি হাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যুবলীগ

 

বিএনপি-জামায়াতের ডাকা তিনদিনের অবরোধের দ্বিতীয়দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে লাঠি হাতে অবস্থান করেন নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের নেতাকর্মীরা।

বুধবার (১ নভেম্বর) দুপুরে ঢাকা-মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় তারা অবস্থান নেন। এসময় তারা বিএনপি-জামায়াতের অবরোধ বিরোধী নানা স্লোগান দেন। পরবর্তীতে মহাসড়কে ঘণ্টাখানেক অবস্থান করার পর তারা সরে যান।

আরও পড়ুন: ভোলায় সড়কে গাছ ফেলে-টায়ার জ্বালিয়ে বিএনপির বিক্ষোভ

যুবলীগ নেতাকর্মীরা বলেন, বিএনপি অবরোধের নামে যেন কোনো প্রকার নাশকতা বা অগ্নিসন্ত্রাসী না করতে পারে সেজন্য নেতাকর্মী নিয়ে অবস্থান করছি আমরা। বিরোধী দলকে দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত আমরা।

এসময় উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ নিজাম, স্বেচ্ছাসেবকলীগ নেতা শিব্বির আহমেদসহ অন্যান্য নেতারা।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, সড়কের কোথাও যেন কোনো প্রকার অরাজকতা সৃষ্টি করতে না পারে সেজন্য তারা সতর্ক অবস্থানে রয়েছেন।

রাশেদুল ইসলাম রাজু/জেএস/জিকেএস