ময়মনসিংহের ত্রিশালের বোকা বিলে পলো-জালে মাছ ধরার উৎসব হয়েছে।
বৃহস্পতিবার (২ নভেম্বর) উপজেলার বইলর ও কাঁঠাল ইউনিয়নের ঐতিহ্যবাহী বোকা বিলে মাছ ধরার ‘হাইত উৎসব’ হয়। এতে কয়েক হাজার মানুষ অংশ নেয়।
হাইত উৎসবে নানা বয়সী মানুষের সঙ্গে শিশুদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। মাছ ধরার উৎসবের খবর আগেই মাইকিং করা হয় এলাকাজুড়ে।
স্থানীয়রা বলছেন, বিলটিতে অন্তত কয়েক কোটি টাকার মাছ ছিলো। বোয়াল, রুই, কাতলা, পাঙাশ, শোলসহ বিভিন্ন দেশি প্রজাতির মাছ ধরা পড়ে বিলে।
কলেজছাত্র সুমন বলেন, এই বিলে এত মানুষকে একসঙ্গে মাছ ধরতে আগে দেখিনি। অনেক মাছ ধরা পড়েছে।
ত্রিশাল ইউনিয়নের বজলুর রশীদ বলেন, রুই, কাতলাসহ অন্তত ২৫ কেজি মাছ ধরেছি। অনেকদিন পরে মাছ ধরলাম। প্রায় পাঁচ হাজার মানুষ এক সঙ্গে মাছ ধরার এ উৎসবে মেতেছে। দর্শনার্থীও ছিল চোখে পড়ার মতো।
স্থানীয় আওয়ামী লীগ নেতা এ কে এম মাহবুবুল আলম পারভেজ বলেন, বিলটি প্রায় এক হাজার একর জায়গা বিস্তৃত। এটি দুইটি ইউনিয়নে পড়েছে। তবে বিলের বেশিরভাগ জায়গায়-ই পড়েছে কাঁঠাল ইউনিয়নে। বোকা বিলে মাছ ধরার উৎসব আমাদের ঐতিহ্যের প্রতীক, যা বহু বছর ধরে চলে আসছে।
মঞ্জুরুল ইসলাম/এএইচ/জেআইএম