রাজবাড়ীর কালুখালী উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় সাইফুজ্জামান খান আজম (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি পেশায় আইনজীবী ছিলেন বলে জানা গেছে।
শুক্রবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালীর চরনারানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুজ্জামান খান আজম পাংশার ধুলিয়াটের বাসিন্দা এবং রাজবাড়ী জেলা বারের আইনজীবী ছিলেন।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম আসাদুজ্জামান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালীর চরনারায়নপুরে মোটরসাইকলে থেকে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হন আইনজীবী আজম। মোটরসাইকেলে তিনি একাই ছিলেন। আগে বা পেছনে অন্য কোনো গাড়িও ছিল না। ধারণা করা হচ্ছে, হঠাৎ অসুস্থ বোধ করায় তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। এসময় তার মাথায় হেলমেট ছিলে না।
পরে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাকে প্রথমে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অ্যাম্বুলেন্সে ফরিদপুরে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রুবেলুর রহমান/এমকেআর