দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় নিতাই মাহাত (৩৭) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী সৌরভী মার্ডি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বাজিতপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিতাই মাহাত জয়পুরহাট জেলার তাজপুর এলাকার অভিরাম মাহাতের ছেলে। আহত সৌরভী মার্ডি দিনাজপুরের বিরামপুর উপজেলার ধানজুড়ি এলাকার সিলিক মার্ডির মেয়ে।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে নবাবগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান মমিন জাগো নিউজকে জানিয়েছেন, আহত সৌরভী মার্ডি স্থানীয় দলার দরগা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে বিরামপুর উপজেলা থেকে একটি মোটরসাইকেলে করে ঘোড়াঘাট যাচ্ছিলের এ দম্পতি। এসময় ঘোড়াঘাট থেকে একটি যাত্রীবাহী বাস দিনাজপুরের দিকে যাওয়ার পথে বাজিতপুর নামক স্থানে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা স্বামী-স্ত্রী দুজনেই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দলার দরগা হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক নিতাই মাহাতকে মৃত ঘোষণা করেন।
নবাবগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান মমিন জানান, নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে সড়ক পরিবহন আইনে মামলার প্রস্তুতি চলছে।
মো. মাহাবুর রহমান/এমকেআর