বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে পটুয়াখালীতে মশাল মিছিল করেছে জেলা ছাত্রদল। মিছিলে তারা সরকার বিরোধী ও অবরোধের সমর্থনে নানা স্লোগান দেয়।
শনিবার (৪ নভেম্বর) রাতে সদর উপজেলার বশাক বাজার এলাকার পায়রা পাম্প এলাকা থেকে একটি মশাল মিছিল বের করে পটুয়াখালীতে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় মিছিলটি বরিশাল-কুয়াকাটা মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলার করমজাতলা এলাকায় গিয়ে শেষ হয়।
এছাড়া শনিবার রাতে গলাচিপা ও বাউফল উপজেলায়ও মশাল মিছিল বের করে ছাত্রদলের নেতা কর্মীরা।
আরও পড়ুন: চরফ্যাশনে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
এ বিষয়ে পটুয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি শামীম চৌধুরী বলেন, অবৈধ সরকারের বিরুদ্ধে আমাদের অবস্থান কর্মসূচি চলছে এবং চলবে। গ্রেফতার, হয়রানি কিংবা অত্যাচার করে আমাদের থামিয়ে রাখা যাবে না। কেন্দ্রের কর্মসূচির অংশ হিসেবে রোববার (৫ নভেম্বর) থেকে অবরোধের সমর্থনে পটুয়াখালীর সব উপজেলাতে অবরোধ মশাল মিছিল করা হয়েছে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম বলেন, শুনেছি ছাত্রদল নেতারা মশাল মিছিল করেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তবে কোনো আলামত পাওয়া যায়নি। সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে পুলিশ সব সময় সোচ্চার।
আব্দুস সালাম আরিফ/জেএস/এমএস