চরফ্যাশনে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
ভোলার চরফ্যাশনে যমুনা এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে বাসটির বেশিরভাগ অংশই পুড়ে গেছে।
শনিবার (৪ নভেম্বর) দিনগত রাত পৌনে ১২টার দিকে চরফ্যাশন বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
চরফ্যাশন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জাগো নিউজকে জানান, যমুনা এক্সপ্রেস নামের একটি বাস চরফ্যাশন বাসস্ট্যান্ডের পাশে সড়কে দাঁড়ানো ছিল। রাত পৌনে ১২টার দিকে কে বা কারা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়।
তিনি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বাসটির বেশিরভাগ অংশই পুড়ে গেছে।
জুয়েল সাহা বিকাশ/এমকেআর