দেশজুড়ে

সিরাজগঞ্জে ভিডব্লিউবির ২৫ বস্তা চাল জব্দ

সিরাজগঞ্জে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির ২৫ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। রোববার (৫ নভেম্বর) বিকেলে উল্লাপাড়া পৌরসভার ঘোষগাঁতী তেঁতুলতলা মোড় থেকে এ চাল জব্দ করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, ভিডব্লিউবি কর্মসূচি লেখা ২৫টি চালের বস্তা একটি ব্যাটারিচালিত অটোভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছিল। এসময় স্থানীয়দের সন্দেহ হলে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়। পরে তিনি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) খাদিজা খাতুন ও মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিনকে ঘটনাস্থলে পাঠিয়ে দিয়ে চালগুলো জব্দ করেন।

আরও পড়ুন: আসামি পালিয়ে যাওয়ায় যুবক আটক, খবরে মায়ের মৃত্যু

উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জল হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে দুজনকে পাঠিয়েছিলাম। তারা চালের বস্তাগুলো জব্দ করে উপজেলায় সংরক্ষণ করেছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

উল্লাপাড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালেক জাগো নিউজকে বলেন, পরিষদের দুস্থ মহিলাদের মধ্যে ভিডব্লিউবি কর্মসূচির চাল বিতরণ করা হয়েছে। তবে ওই চালগুলো বিতরণ করা চাল কিনা খোঁজ নেওয়া হচ্ছে।

এম এ মালেক/জেএস/জেআইএম