আসামি পালিয়ে যাওয়ায় যুবক আটক, খবরে মায়ের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৯:০৭ এএম, ০৬ নভেম্বর ২০২৩

সিরাজগঞ্জে পুলিশের হাতে ছেলের আটকের খবর শোনার পর স্ট্রোক করে সুফিয়া খাতুন (৫৫) নামে এক মায়ের মৃত্যু হয়েছে।

রোববার (৫ নভেম্বর) সন্ধ্যায় উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ক্ষুদ্রশিমলা গ্রামে এ ঘটনা ঘটে। আটক এরশাদ সেখ (৩০) ওই গ্রামের শামসুল হকের ছেলে।

স্থানীয়রা জানায়, শনিবার রাতে সলঙ্গা থানার উপ-পরিদর্শক আমির আলী বাড়ির পাশ থেকে এরশাদকে আটক করে নিয়ে যায় পুলিশ। রোববার সকালে পুলিশ এরশাদকে ১৫১ ধারায় আদালতে হাজির করেন। পরে আদালত বিকেলের দিকে এরশাদের জামিন মঞ্জুর করেন। তবে এরশাদ বাড়ি ফেরার আগেই ছেলেকে পুলিশ ধরার খবরে মা সুফিয়া বাড়ির উঠানে কান্নাকাটি শুরু করেন। এক পর্যায়ে তিনি স্ট্রোক করে মারা যান।

আরও পড়ুন: কুষ্টিয়ায় বাড়ির সামনে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

রামকৃষ্ণপুর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুর রাজ্জাক বলেন, নাশকতা মামলার আসামি ধরতে এসে এরশাদকে সন্দেহমূলকভাবে আটক করে নিয়ে যায় পুলিশ। এরশাদ মূলত আওয়ামী লীগ পরিবারের সন্তান। তার বিরুদ্ধে কোনো মামলা নেই।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জাগো নিউজকে বলেন, এরশাদের কারণে নাশকতা মামলার এক আসামি পালিয়ে যায়। পরে তাকে আটক করে আদালতে সোপর্দ করা হয়।

এম এ মালেক/জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।