দেশজুড়ে

বিএনপি একদিন নিষিদ্ধ রাজনৈতিক দলে পরিণত হবে: মোজাম্মেল হক

বিএনপির প্রতি জনগণের কোনো সমর্থন নেই। বিএনপি নামের এ সন্ত্রাসী দলটি একদিন মানুষের দাবির পরিপ্রেক্ষিতে নিষিদ্ধ রাজনৈতিক দলে পরিণত হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক।

সোমবার (৬ নভেম্বর) সন্ধ্যায় শরীয়তপুরের জাজিরা উপজেলায় আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে একথা বলেন তিনি।

বিএনপিকে ‘সন্ত্রাসী দল’ আখ্যায়িত করে মোজাম্মেল হক বলেন, ‘কানাডার আদালত একবার দুইবার নয়, ছয়বার রায় দিয়েছেন বিএনপি একটি সন্ত্রাসী রাজনৈতিক দল। এ দলটি এখন আগুনসন্ত্রাস করছে। তারা বাসে আগুন দিয়ে নিরপরাধ মানুষকে পুড়িয়ে হত্যা করছে। দেশের সম্পদ নষ্ট করছে।’

শরীয়তপুর ১ আসনের সাবেক এ এমপি আরও বলেন, ‘জামায়াত-বিএনপি শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। একাত্তরের বিদেশি পরাশক্তি আমেরিকা যারা আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তারা আজ চোখ রাঙাতে চায়। কিন্তু বাপের বেটি শেখ হাসিনা এসব কিছুতে ভয় পান না। কারণ বাংলাদেশের মানুষ শেখ হাসিনার সঙ্গে আছে।’

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুর রব মুন্সী, জাজিরা উপজেলা চেয়ারম্যান মোবারক আলী শিকদার, স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আব্দুল আলীম বেপারী, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুল আমিন কোতোয়াল, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ফেরদৌস খান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাহাড়, যুগ্ম-আহ্বায়ক ইকবাল হোসেন টিপু প্রমুখ।

বিধান মজুমদার অনি/এসআর/জিকেএস