কিশোরগঞ্জের ভৈরবে একটি পাজেরো গাড়ি থেকে ২০০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে। এসময় গাড়িটি জব্দ ও দুই মাদক কারবারিকে আটক করে র্যাব।
মঙ্গলবার (৭ নভেম্বর) ভোরে ভৈরবের নাটালের মোড় থেকে গাড়িটি জব্দ করা হয়।
আটকরা হলেন সিলেটের জৈন্তা থানার ফান্দু এলাকার আব্দুল মান্নানের ছেলে আলমগীর (২৬) ও একই এলাকার মৃত সাহিবুদ্দিনের ছেলে আজির উদ্দিন।
ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার জাহিদ হাসান সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব নাটালের মোড় এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনের পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে দুজনকে আটক করা হয়। এসময় তাদের দখলে থাকা একটি পাজেরো গাড়ি তল্লাশি করে ২০০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
আটকরা জানান, তারা মাদক কারবারি চক্রের সদস্য। তারা মাদক কারবারি পরিচালনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়ত অভিনব কৌশল অবলম্বন করতেন। আটকদের বিরুদ্ধে ভৈরব থানায় মামলা ও তাদের হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানান সহকারী পুলিশ সুপার জাহিদ হাসান।
রাজীবুল হাসান/এসআর/জিকেএস