বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফা অবরোধের প্রথমদিন গাজীপুরের কালীগঞ্জে একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (৮ নভেম্বর) ভোরে ঢাকা বাইপাস সড়কে নাগরীর গলান এলাকায় এ ঘটনাটি ঘটে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো ফায়েজুর রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ডিউটি কর্মকর্তা আতিকুর রহমান বলেন, গলান এলাকায় বুধবার ভোর ৫টার দিকে দুর্বৃত্তরা একটি কাভার্ডভ্যানে আগুন দিয়ে পালিয়ে যায়। আগুন দেওয়া কাভার্ডভ্যানটি ফ্রেশ কোম্পানির পণ্য পরিবহন করে ঢাকা বাইপাস সড়ক হয়ে গাজীপুরের দিকে যাচ্ছিল।
আরও পড়ুন: অবরোধ সমর্থনে কুলিয়ারচরে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
তিনি আরও বলেন, আগুনের খবর পেয়ে ৬টা ১০মিনিটে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের অধিনায়ক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে কর্মীরা। আগুনে কাভার্ডভ্যানের গ্লাস ভেঙে গেছে এবং সামনের অংশ ও সিট পুড়ে গেছে। এসময় কাভার্ডভ্যানে থাকা মিস্ত্রী এবং চালকের সহকারী আহত হয়েছেন।
আব্দুর রহমান আরমান/জেএস/এমএস