দেশজুড়ে

ভৈরবে মহিলা আওয়ামী লীগের অবরোধ বিরোধী মিছিল

কিশোরগঞ্জের ভৈরবে বিএনপির-জামাতের ডাকা অবরোধ বিরোধী মিছিল করেছেন উপজেলা ও পৌর মহিলা আওয়ামী লীগের নেত্রীরা।

বুধবার (৮ নভেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের দুর্জয় মোড় এলাকায় মিছিল করেন তারা।

উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি মনোয়ারা বেগম বলেন, বিএনপির ডাকা অবরোধ হরতালের মতো কর্মসূচিতে ভৈরবে কোনো প্রভাব দেখা যায়নি। বিগত দিনে ভৈরবের রাজপথ আওয়ামী লীগের দখলেই ছিল। আজও অবরোধ প্রতিরোধে উপজেলা আওয়ামী লীগের পাশাপাশি মহিলা আওয়ামী লীগ রাজপথে আছে। যেকোনো ধরনের ঘটনার মোকাবিলা করতে আমরা প্রস্তুত আছি।

উপজেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আছমা আহমেদ বলেন, ভৈরব হলো সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও নাজমুল হাসান পাপনের ঘাঁটি। এখানে বিএনপিকে কখনো কোনো নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে দেওয়া হবে না।

এ সময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, সাধারণ সম্পাদক আছমা আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক পারভিন বেগম, পৌর মহিলা আওয়ামী লীগ সভাপতি লাভলী আক্তার, সাধারণ সম্পাদক শাহীন সুলতানা, মহিলা আওয়ামী লীগ নেত্রী ও মহিলা কাউন্সিলর অ্যাডভোকেট আছমা আক্তার।

এদিকে বিএনপি জামাতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিন কোনো নেতাকর্মীকে রাজপথে দেখা যায়নি। সকাল থেকে ঢাকা-সিলেট মহাসড়কে দূরপাল্লা বাস দেখা যায়নি। তবে ছোট বড় বিভিন্ন মালবাহী পরিবহন চলাচল করছে।

রাজীবুল হাসান/এসজে/এমএস