নির্বাচন কমিশন ঘোষিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় দফায় ৩১ মার্চ কুষ্টিয়ার দৌলতপুর ও ভেড়ামারা উপজেলার ২০টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সে লক্ষ্যে আজ বুধবার মোট ১৯০টি ভোটকেন্দ্রে নির্বাচনের সরঞ্জাম সরবরাহ করা হয়েছে। বুধবার বেলা ১১টা থেকে দৌলতপুর ও ভেড়ামারা উপজেলা পরিষদ মিলনায়তন থেকে ওই সকল ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম সরবরাহ করা হয়। কেন্দ্রগুলোর প্রিজাইডিং অফিসাররা ব্যালট বাক্স, বাক্স আটকানোর ক্লিপ, সিল, ব্যালটসহ নির্বাচনী এসব সরঞ্জাম গ্রহণ করেন। এ সময় প্রিজাইডিং অফিসারদের সঙ্গে স্ব স্ব কেন্দ্রের সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার ছাড়াও নিযুক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।উল্লেখ্য, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ১৪টি ইউনিয়নের ১৩৫টি কেন্দ্রে ও ভেড়ামারা উপজেলার ৬টি ইউনিয়নের ৫৫টি কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে আইনশৃৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও কাজ করছে। টহলে রয়েছে বিজিবি। দ্বিতীয় দফায় দৌলতপুরের ১৪টি ইউনিয়নে সর্বমোট ৩ লাখ ২৭ হাজার ১২৫ জন ভোটার এবং ভেড়ামারা উপজেলার ৬টি ইউনিয়নে ১ লাখ ২৮ হাজার ৪৮৬ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আল-মামুন সাগর/এসএস/আরআইপি