দেশজুড়ে

সিদ্ধিরগঞ্জে ঝুটের গুদামে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে উজান টেক্সটাইল মিলের একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৬ টায় নাসিক ৮ নম্বর ওয়ার্ডের গোদনাইল ভূইয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটে নি।

আরও পড়ুন: দিনাজপুরে ভুট্টা বোঝাই ট্রাকে আগুন

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হঠাৎ করে গুদাম থেকে প্রচুর ধোয়া বের হতে শুরু করে। এরপর আমরা তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে খবর দেই।

এ বিষয়ে আদমজী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আব্দুল হাই বলেন, আদমজী ফায়ার সার্ভিসের একটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। গুদামটিতে প্রচুর পরিমাণে ঝুট সংরক্ষণ ছিল। তাৎক্ষণিকভাবে আমরা কাজ শুরু করায় আগুন বেশি ছড়াতে পারেনি। তদন্তসাপেক্ষে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে। এ ঘটনায় কেউ আহত হননি।

রাশেদুল ইসলাম রাজু/জেএস/এএসএম