দেশজুড়ে

সোনামসজিদের ২৯৬ ট্রাক পৌঁছে দিলেন ইউএনও

 

বিএনপি-জামায়াতের ডাকা পঞ্চম দফা অবরোধের দ্বিতীয় দিনেও কোনো প্রভাব পড়েনি চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে। স্বাভাবিক রয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নেতৃত্বে পুলিশ, বিজিবি স্কোয়াড দিয়ে নিরাপদে জেলা সদর সীমানা পর্যন্ত পৌঁছে দিয়েছেন ২৯৬টি পণ্যবাহী ট্রাক। এছাড়া প্রতিদিন আমদানি করা পণ্যবোঝাই ট্রাক আইনশৃঙ্খলা বাহিনীর পাহারায় বন্দর থেকে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে।

সোনামসজিদ পানামা পোর্ট লিংক লিমিটেড ম্যানেজার মাইনুল ইসলাম বলেন, বুধবার সকালের পরে অবরোধের জন্য স্থলবন্দর থেকে কোনো ট্রাক ছেড়ে যায়নি। বৃহস্পতিবার সকালে শিবগঞ্জ ইউএনওর নেতৃত্ব পুলিশ, বিজিবি স্কোয়াড দিয়ে নিরাপদে চাঁপাইনবাবগঞ্জ সদরে পৌঁছে দেয়া হয়েছে ২৯৬টি পণ্যবাহী ট্রাক।

আরও পড়ুন: সোনামসজিদ বন্দর দিয়ে আসবে আরও ২৬ হাজার টন আলু

সোনামসজিদ স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা ইউনুস আলী জাগো নিউজকে বলেন, অবরোধের কারণে রাজস্ব আদায়ে কোনো ঘাটতি হয়নি। আর বন্দরের সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে। তবে পণ্যবাহী ট্রাকগুলো পুলিশ পাহারায় নিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হায়াত বলেন, বিএনপি-জামায়াতের পঞ্চম দফা অবরোধে নাশকতা ঠেকাতে সকালে আমি উপস্থিত হয়ে সোনামসজিদের ২৯৬টি পণ্যবাহী ট্রাক চাঁপাইনবাবগঞ্জ সদরে পৌঁছে দিয়েছি। বন্দর থেকে ছেড়ে যাওয়া ট্রাকগুলোর ১২০টিতে পেঁয়াজ, ৫৯টিতে আলু, ১১৭টিতে অন্যান্য কাঁচামাল রয়েছে।

সোহান মাহমুদ/জেএস/জিকেএস