সোনামসজিদ বন্দর দিয়ে আসবে আরও ২৬ হাজার টন আলু
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে আরও ২৬ হাজার টন আলু আমদানির অনুমতি দিয়েছে সরকার। রোববার (৫ নভেম্বর) ২৯ জন আমদানিকারককে এ অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সোনামসজিদ স্থলবন্দরের উপ-সহকারী সংগনিরোধ কর্মকর্তা সমির ঘোষ।
আরও পড়ুন: সোনামসজিদ বন্দর দিয়ে এলো আরও ৫১৮ টন আলু
তিনি বলেন, স্থলবন্দর দিয়ে প্রথম দফায় ২১ জন আমদানিকারক ১৫ হাজার ৮০০ টন আলু আমদানির অনুমতি পায়। এবার দ্বিতীয় দফায় ২৯ জন আমদানিকারককে ২৬ হাজার টন আলু আমদানির অনুমতি দেওয়া হলো। ইতোমধ্যে কয়েকজন আমদানিকারক ভারত থেকে আলু আনতে শুরু করেছেন।

সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার প্রভাত কুমার সিংহ বলেন, বৃহস্পতিবার সোনামসজিদ স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো আলু আমদানি শুরু হয়। রোববার পর্যন্ত ৩৩ ট্রাকে মোট ৯০০ টন ভারতীয় আলু আমদানি হয়েছে। রোববার সারাদিনে ১২ ভারতীয় ট্রাকে ৩৩৩ টন, শনিবার ১৯ ভারতীয় ট্রাকে ৫১৮ টন ও বৃহস্পতিবার দুটি ট্রাকে ৫২ টন ৯৮০ কেজি আলু আমদানি হয়। আজকেও আলু ভর্তি ট্রাক ভারত থেকে বাংলাদেশে আসছে।
সোহান মাহমুদ/আরএইচ/এমএস