জাতীয়

চট্টগ্রামে নতুন ঠিকানায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র

চট্টগ্রামে নতুন ঠিকানায় স্থানান্তরিত হয়েছে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র। নগরীর খুলশী থানার জাকির হোসেন রোডের পুরাতন ঠিকানা থেকে জিইসি মোড়ের ১৮৭২, সিডিএ এভিনিউ পূর্ব নাসিরাবাদ ঠিকানার সিটি সেন্টারের দ্বিতীয় তলায় নতুনভাবে চট্টগ্রাম থেকে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র খোলা হয়েছে।

বৃহস্পতিবার ১৬ নভেম্বর নতুন ঠিকানার উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা এবং চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী। বাংলাদেশে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারগুলো (IVAC) পরিচালনা করছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ভারতে ভ্রমণকারীদের ভিসা আবেদনের ক্ষেত্রে অত্যাধুনিক ও নান্দনিক পরিবেশে সেবা দেওয়ার লক্ষ্যে নতুন ঠিকানাটি বেছে নেওয়া হয়।

এ সময় হাইকমিশনার নতুন এই কেন্দ্রটি চট্টগ্রামের বাসিন্দাদের জন্য ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া সহজ ও স্বাচ্ছন্দ্যকে আরও বাড়িয়ে তুলবে বলে মতপ্রকাশ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রামের সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বাংলাদেশের কান্ট্রি হেড অমিত কুমার। এ সময় চট্টগ্রামের বেশ কয়েকজন শীর্ষ ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

বিশ্বে নেতৃত্বস্থানীয় গ্লোবাল ব্যাংক হিসেবে স্বীকৃতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারতীয় হাই কমিশনের পক্ষে বাংলাদেশে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারগুলো পরিচালনা করছে। রাজধানী ঢাকার যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদনটি কেন্দ্র রয়েছে।

ইকবাল হোসেন/এমআরএম/জেআইএম