দেশজুড়ে

যশোরে ৩০ ককটেল-এয়ারগান জব্দ

যশোর শহর ও বেনাপোল এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩০টি ককটেল, বোমা ও একটি এয়ারগান উদ্ধার করেছে র‌্যাব।

মঙ্গলবার (২১ নভেম্বর) র‍্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার (২১ নভেম্বর) গভীর রাতে পৌর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এসময় শহরের বেজপাড়া, চোকদারপাড়া, আনসার ক্যাম্প, শংকরপুর এলাকা থেকে দুটি বাজারের ব্যাগ বিশেষভাবে রক্ষিত ৯টি ককটেল ও একটি পিস্তল সাদৃশ্য এয়ারগান উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে আটক করা যায়নি।

অপরদিকে, একই রাতে র‍্যাব-৬ যশোরের অপর একটি টিম বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামের ঝোপ থেকে একটি বালতিতে রাখা ২১ টি ককটেল উদ্ধার করে। ককটেল মজুদকারীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে।

মিলন রহমান/এনআইবি/জেআইএম