বিএনপি-জামায়াতের ডাকা ষষ্ঠ দফার ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচির প্রথম দিনে ভৈরবের ঢাকা-সিলেট মহাসড়ক ও ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে যাত্রীবাহী পরিবহনের চেয়ে বেশি চলাচল করছে পণ্যবাহী পরিবহন। তবে এলাকায় অবরোধের কোনো কর্মসূচি দেখা যায়নি নেতাকর্মীদের।
বুধবার (২২ নভেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের দুর্জয় মোড় এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কে যাত্রীবাহী ব্যক্তিগত পরিবহন, সিএনজিচালিত অটোরিকশা ও পণ্যবাহী পরিবহনের চলাচল অন্যান্য দিনের তুলায় বেশি। তবে ভৈরব বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীদের প্রচুর ভিড় রয়েছে। তারা সড়কে বাস কম চলাচল করায় ছোট পরিবহনে করে যার যার গন্তব্যস্থলে যাচ্ছেন।
আরও পড়ুন: ‘বাড়িতে বউ বাচ্চা আছে, ঘরে বসে থাকলে তো আর পেট ভরবে না’
ভৈরবের সাপ্তাহিক বাজার থেকে কাপড় কিনে নরসিংদীতে যাওয়ার জন্য বাসস্ট্যান্ড এলাকায় এসেছেন বাছির মিয়া। তিনি বলেন, অবরোধের কারণে সড়কে দূরপাল্লার যাত্রীবাহী গাড়ি খুব চলছে। তবে সড়কে সিএনজিচালিত অটোরিকশা রয়েছে। এখন নরসিংদী যেতে গুনতে হবে দ্বিগুণ ভাড়া।
ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী সুরমা পরিবহনের চালক কুদ্দুস মিয়া বলেন, কয়েকজন যাত্রী নিয়ে ঢাকা থেকে ছেড়ে আসছি। সড়কে দূরপাল্লার তেমন যাত্রী নেই। তবে আশা করছি ভৈরব থেকে কিছু যাত্রী ও মালামাল পাওয়া যাবে।
অন্যদিকে ঢাকাগামী হবিগঞ্জ থেকে ছেড়ে আসা যমুনা পরিবহনের চালক রফিক মিয়া বলেন, পেটের দায়ে গাড়ি নিয়ে সড়কে বের হতে হয়। তবে দূরপাল্লার যাত্রী খুব কম। আশপাশের যাত্রী পাওয়া যাচ্ছে।
আরও পড়ুন: অবরোধে কুমিল্লা থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার বাস
ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী তিতাস পরিবহনের হেলপার বলেন, অবরোধে সড়কে যাত্রী কম থাকবে এটাই স্বাভাবিক। তবে আমরা সকালেই সড়কে বাস নিয়ে বের হয়েছি। এখান থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবো।
এদিকে বেলা ১১টার দিকে ভৈরব দুর্জয় মোড়ে বিএনপির জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টা অবরোধ প্রতিরোধে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর মেয়র ইফতেখার হোসেন বেনু, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান, উপজেলা যুবলীগ যুগ্ম আহ্বায়ক মো. ইকবাল হোসেন, অরুণ আল আজাদ প্রমুখ।
উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু বলেন, বিএনপি-জামায়াতে ডাকা অবরোধ প্রতিরোধে রাজপথে অবস্থান করছি। যেন ভৈরবের লোকজন নির্ভয়ে চলাচল করতে পারে। ভৈরবে অবরোধের কোনো প্রভাব নেই। সড়কে সব ধরনের যান চলাচল করছে।
আরও পড়ুন: অবরোধের প্রভাব নেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে
উপজেলা যুবলীগ যুগ্ম আহবায়ক মো.ইকবাল হোসেন বলেন, ভৈরবের আগেও বিএনপি কোনো কর্মসূচি করতে পারেনি, এখনো পারবে না। ভৈরবের রাজপথ আওয়ামী লীগের দখলে সব সময় ছিল, ভবিষ্যতেও থাকবে।
রাজীবুল হাসান/জেএস/এএসএম