নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (২১ নভেম্বর) রাতে শহরের নিমতলা এলাকায় শ্রী শ্রী শীতলা মায়ের মন্দিরের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- কিশোরগ্যাং লিডার মো. আলতাফ হোসেন হৃদয় (২২), মো. রিফাত মিয়া (২২), মো. ফয়সাল (২১), মো. সানি (২৪) এবং মো. রবিন (২৫)।
আরও পড়ুন: জয়পুরহাটে পিকআপে আগুন: আরও একজন গ্রেফতার
বুধবার (২২ নভেম্বর) দুপুরে র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহাবুদ্দিন আহমেদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গ্রেফতাররা পরস্পর যোগসাজশে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও রাস্তাঘাটে দলবদ্ধ হয়ে অস্ত্রশস্ত্রের মহড়া ও দাপট প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টি করে আসছিল। এসময় তাদের কাছ থেকে তিনটি সুইচ গিয়ার, একটি নাকোল ডাস্টার ও একটি লোহার পাইপ উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
রাশেদুল ইসলাম রাজু/জেএস/জেআইএম