দেশজুড়ে

ছেলের কুড়ালের আঘাতে বাবা নিহত

 

জয়পুরহাটে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ছেলের কুড়ালের আঘাতে আব্দুল আলিম (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (২২ নভেম্বর) সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এরআগে, মঙ্গলবার (২১ নভেম্বর) দিনগত রাত দেড়টার দিকে কালাই উপজেলার আনিপুকুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে পলাতক।

বুধবার দুপুরে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী।

নিহত আব্দুল আলিম কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের আনিপুকুর এলাকার মৃত আবু বক্করের ছেলে।

পুলিশ জানায়, আব্দুল আলিমের দুই স্ত্রী। প্রথম স্ত্রীর ছেলে রেজভি (২১) প্রায়ই জমির ভাগ নিয়ে বাবার সঙ্গে বিবাদে লিপ্ত হতেন। মঙ্গলবার রাতে বাড়িতে এনিয়ে আবারও কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রেজভী তার বাবা আব্দুল আলিমকে কুড়াল দিয়ে গলায় ও মাথায় আঘাত করেন। এসময় দ্বিতীয় স্ত্রী স্বামীকে বাঁচাতে গেলে তাকেও কুড়াল দিয়ে আঘাত করেন রেজভি। এসময় তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যান।

আহতদের উদ্ধার করে প্রথমে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে মারা যান আব্দুল আজিজ। তার স্ত্রী তাসলিমা গুরুতর আহত অবস্থায় একই হাসপাতালে চিকিৎসাধীন।

ওসি ওয়াসিম আল বারী জানান, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এসআর/এমএস