দেশজুড়ে

কিশোরগঞ্জে টায়ার পুড়িয়ে বিক্ষোভ, পিকআপে আগুন

বিএনপি ও সমমনা দলের ডাকা ষষ্ঠ দফা অবরোধের সমর্থনে কিশোরগঞ্জের কুলিয়ারচরে টায়ার পুড়িয়ে বিক্ষোভ হয়েছে। এ সময় একটি পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের ছয়সূতি বাসস্ট্যান্ড এলাকায় এ অগ্নিসংযোগ করা হয়। গাছ কেটে একটি সড়ক বন্ধ করে রাখারও ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ছয়সূতি বাসস্ট্যান্ড এলাকায় সড়কে গাছ কেটে ফেলে রেখে খরকুটো ও টায়ারে আগুন জ্বালিয়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করেন অবরোধ সমর্থনকারীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন ও বিক্ষোভ করেন। একই সময় বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি পিকআপে আগুন দেন তারা। পুলিশ গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জাগো নিউজকে বলেন, ভোরে ছয়সূতি বাসস্ট্যান্ড এলাকায় পিকআপে আগুন দিলে পুলিশ গিয়ে নিয়ন্ত্রণে আনে। বর্তমান পরিস্থিতি শান্ত আছে। বিশৃঙ্খলা এড়াতে পুলিশ তৎপর।

এসকে রাসেল/এসজে/এমএস