বগুড়ায় ভোট গণনার সময় কেন্দ্রে ককটেল হামলা চালানো হয়েছে। এসময় আওয়ামী লীগ কর্মী ও ইউপি সদস্য প্রার্থীকে ককটেলসহ গ্রেফতার করেছে পুলিশ। শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের সেকেন্দারাবাদ দাখিল মাদরাসা কেন্দ্রে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে এ হামলার ঘটনা ঘটে।জানা গেছে, সেকেন্দারাবাদ দাখিল মাদরাসা কেন্দ্রে বিকেল সাড়ে ৪টা থেকে ভোট গণনা শুরু করা হয়। বিকেল সাড়ে ৫টার দিকে বাহির থেকে ভোটকেন্দ্র লক্ষ্য করে তিনটি ককটেল নিক্ষেপ করা হয়। ককটেল তিনটি ভোটকেন্দ্রের মাঠে বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে কেউ আহত না হলেও উপস্থিত লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় পুলিশের স্ট্রাইকিং ফোর্স ও বিজিবি সদস্যরা ভোট কেন্দ্রের বাহির থেকে আওয়ামী লীগ সমর্থিত ইউপি সদস্য প্রার্থী ইউনুছ আলীকে (৫০) তিনটি ককটেলসহ গ্রেফতার করে। তিনি একই গ্রামের এশারত আলীর ছেলে। শিবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব ঘটনার সত্যতা স্বীকার করেছেন।এআরএ/পিআর