দেশজুড়ে

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, লাখ টাকা জরিমানা

চুয়াডাঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরি, স্বাস্থ্যবিধি অমান্য, পণ্যের প্যাকেটে মিথ্যা বিজ্ঞাপন, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয়সহ বিভিন্ন অপরাধে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সদর উপজেলার ডিঙ্গেদহ ও জালশুকা এলাকায় অভিযান চালিয়ে মুড়ি, চানাচুর, সেমাইসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্যাকেজিং প্রতিষ্ঠানে জরিমানা করা হয়।

অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, জালশুকা এলাকায় মেসার্স মাম ফুডেক্স নামক প্রতিষ্ঠানকে আগেও সতর্ক করা হয়েছে। তবুও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই, চানাচুর ও মুড়ি তৈরি করা হয়। স্বাস্থ্যবিধি না মানা, অনুমোদন ছাড়া বাইরের পণ্য নিজেদের নামে প্যাকেজিং, পণ্যের প্যাকেটে মিথ্যা বিজ্ঞাপন, মেয়াদোত্তীর্ণ পণ্য ভালো পণ্যের সাথে সংরক্ষণ ও বিক্রয় এবং যথাযথভাবে মোড়কীকরণ বিধি না মানায় প্রতিষ্ঠানটির মালিক রাশেদ আলীকে জরিমানা করা হয়। মেয়াদোত্তীর্ণ ও অস্বাস্থ্যকর জিনিস নষ্ট করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩, ৪৪ ও ৫১ ধারায় এসব শাস্তি দেওয়া হয়।

এসময় অন্য ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার ব্যাপারে সতর্ক এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

অভিযানকালে স্যানিটারি ইন্সপেক্টর আনিসুর রহমান এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশ উপস্থিত ছিলেন।

হুসাইন মালিক/এনআইবি/জিকেএস