দেশজুড়ে

ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় ছাত্রদল নেতা গ্রেফতার

জয়পুরহাট সদরে পাথরবোঝাই ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় নাহিদ হোসেন নামে এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে র‍্যাব।

শুক্রবার (২৪ নভেম্বর) সকালে জয়পুরহাট র‍্যাব ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার রাতে সদর উপজেলার চৌমুহনী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার নাহিদ হোসেন সদর উপজেলার আমদই ইউনিয়ন বিএনপির সভাপতি ও কাদোয়া ঢোলপাড়ার মোস্তাফিজুর রহমানের ছেলে।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. শেখ সাদিক বলেন, ১৬ নভেম্বর ভোরে পুরানাপৈল গতনশহর এলাকায় পাথরবোঝাই একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় জয়পুরহাট সদর থানায় একটি মামলা হয়। মামলার এজাহারনামীয় আসামি নাহিদ হোসেন আত্মগোপনে ছিলেন। বৃহস্পতিবার রাতে চৌমুহনী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

এসজে/জিকেএস