দেশজুড়ে

জামালপুরে আ.লীগ ২১, স্বতন্ত্র ৩ ও ফলাফল স্থগিত ১

জামালপুর সদর ও মেলান্দহ উপজেলায় ২৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে ১২জন আওয়ামী লীগ মনোনিত ও ৩ জন স্বতন্ত্র (আ.লীগের বিদ্রোহী) চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হয়েছেন। এছাড়াও নয়ানগর ইউনিয়নের দুটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত থাকায় নির্বাচনের ফলাফল ঘোষণা বন্ধ রাখা হয়েছে।বিজয়ী প্রার্থীরা হলেন, জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নে শেখ মাহবুবুর রহমান (আ.লীগ), শরিফপুর ইউনিয়নে আলম আলী (আ.লীগ), লক্ষ্মীরচর ইউনিয়নে আফজাল হোসেন বিদ্যুৎ (আ.লীগ), তুলশীরচর ইউনিয়নে শহিদুল্লাহ (আ.লীগ), ইটাইল ইউনিয়নে হাফিজুর রহমান (আ.লীগ), নরুন্দি ইউনিয়নে শাহ্জাহান আলী (স্বতন্ত্র, আ.লীগ বিদ্রোহী), বাঁশচড়া ইউনিয়নে আব্দুল জলিল (আ.লীগ), রানাগাছা ইউনিয়নে আব্দুল জলিল(আ.লীগ), শ্রীপুর ইউনিয়নে আজিজুল হক (আ.লীগ), শাহবাজপুর ইউনিয়নে আয়ুব আলী খান(আ.লীগ), তিতপল্লা ইউনিয়নে হারুনুর রশিদ (স্বতন্ত্র, আ.লীগ বিদ্রোহী), মেষ্টা ইউনিয়নে জামিনুর ইসলাম তালুকদার (আ.লীগ), দিগপাইত ইউনিয়নে মিজানুর রহমান (আ.লীগ) ও রশিদপুর ইউনিয়নে আব্দুল্লাহ আল মামুন(আ.লীগ), ঘোড়াধাপ ইউনিয়নে দ্বীন আমিন (স্বতন্ত্র, আ.লীগ বিদ্রোহী)।অন্যদিকে মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নে মোহাম্মদ আলী জিন্নাহ (আ.লীগ), ঝাউগড়া ইউনিয়নে আব্দুর রাজ্জাক চৌধুরী (আ.লীগ), ঘোষেরপাড়া ইউনিয়নে ওবায়দুর রহমান (আ.লীগ), নাংলা ইউনিয়নে মাহফুজুল হক (আ.লীগ), ফুলকোচা ইউনিয়নে মোমিনুল ইসলাম (আ.লীগ), চরবানি পাকুরিয়া ইউনিয়নে  শাহাদৎ হোসেন (আ.লীগ) শ্যামপুর ইউনিয়নে সিরাতুজ্জামান (আ.লীগ), আদ্রা ইউনিয়নে ফজলুল করিম (আ.লীগ), ও কুলিয়া ইউনিয়নে আব্দুস সালাম (আ.লীগ) চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। এছাড়াও নয়ানগর ইউনিয়নে দুটি ভোট কেন্দ্র স্থগিত থাকায় ফলাফল ঘোষণা করা হয়নি।জামালপুর প্রতিনিধি/এসএইচএস/আরআইপি