দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জে ৮ ইউনিয়নের ৬টিতেই আ.লীগ জয়ী

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬টিতেই আওয়ামী লীগের প্রার্থী জয় লাভ করেছে। বাকি দুইটির মধ্যে বিএনপি ১টিতে ও জামায়াত ১টিতে জয় পেয়েছে। বৃহস্পতিবার রাতে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার সকাল ৮টায় এসব জেলার কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল ৪টা পর্যন্ত। এরপর ভোট গণনা চলে রাত পর্যন্ত। বিস্তারিত পড়ুন আমাদের প্রতিনিধির পাঠানো নিউজে।চাঁপাইনবাবগঞ্জ থেকে মোহা. আব্দুল্লাহ জানান, বিজয়ীরা হলেন- গোমস্তাপুর ইউনিয়নে আওয়ামী লীগের (নৌকা) প্রার্থী বর্তমান চেয়ারম্যান জামালউদ্দিন মন্ডল, রহনপুর ইউনিয়নে আওয়ামী লীগের (নৌকা) প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. শাহজাহান আলী আনসারী মামলত, বাঙ্গাবাড়ী ইউনিয়নে আওয়ামী লীগের (নৌকা) প্রার্থী মো. সাদরুল ইসলাম, রাধানগর ইউনিয়নে আওয়ামী লীগের (নৌকা) প্রার্থী মো. মামুনুর রশিদ, বোয়ালিয়া ইউনিয়নে বিএনপির প্রার্থী (ধানের শীষ) মো. জিয়াউর রহমান আকবর, আলীনগর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মো. তরিকুল ইসলাম (নৌকা), পার্বতীপুর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মো. লিয়াকত আলী খাঁন (নৌকা)। এছাড়া চৌডালা ইউনিয়নে জামায়াতের (স্বতন্ত্র) বর্তমান চেয়ারম্যান শাহ আলম (অটোরিক্সা) জয় পেয়েছেন। বিস্তারিত আসছে...মোহা. আব্দুল্লাহ/একে/আরআইপি