রাজনীতি

ঢাকায় আওয়ামী লীগের নতুন মুখ যারা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৯৮টি আসনে চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। রোববার ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন।

দেশের তিনশ আসনের মধ্যে ঢাকা জেলায় আসন রয়েছে ২০টি। এরমধ্যে ৯টি আসনের এমপি পদে নতুন প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। এছাড়া অন্য ১১টি আসনে প্রার্থী অপরিবর্তিত রয়েছে।

ঢাকায় যারা নতুন মুখ:

ঢাকা-৪ আসনে সানজিদা খানম। এর আগে এখানে এমপি ছিলেন জাতীয় পার্টির নেতা, মহাজোটের প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলা।

ঢাকা-৫ আসনে হারুনুর রশিদ মুন্না পেয়েছেন মনোনয়ন। এখানে এমপি ছিলেন আওয়ামী লীগের কাজী মনিরুল ইসলাম মনু।

ঢাকা-৬ আসনে নতুন মুখ সাঈদ খোকন। এখানে এমপি ছিলেন জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ।

ঢাকা-৭ আসনে এসেছেন সোলায়মান সেলিম। একাদশ সংসদে এখানে এমপি ছিলেন সোলায়মানের বাবা হাজী সেলিম। ঢাকা-৮ আসনে আ ফ ম বাহাউদ্দিন নাছিমকে দেওয়া হয়েছে মনোনয়ন। বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে, নৌকা প্রতীকে এই আসনে জয়ী হন রাশেদ খান মেনন।

ঢাকা-১০ আসনে আনা হয়েছে চিত্রনায়ক ফেরদৌস আহমেদকে। ঢাকা-১১ পেয়েছেন ওয়াকিল উদ্দিন। এখানে এমপি ছিলেন আওয়ামী লীগের এ কে এম রহমতুল্লাহ।

ঢাকা-১৩ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে জাহাঙ্গীর কবির নানককে। এ আসনে বাদ পড়েছেন সাদেক খান। ঢাকা-১৪ আসনে নৌকার টিকিট পেয়েছেন মাইনুল হোসেন খান নিখিল, বাদ পড়েছেন আগা খান মিন্টু।

আরএএস/এমএইচআর/জেআইএম