দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুরে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। এতে জেলার পাঁচটি আসনের মধ্যে তিনটিতে নৌকা পেয়েছে নতুন মাঝি। বাকি দুটিতে পুরাতনদের ওপর আস্থা রেখেছে দলটি।
রোববার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ নুর মোহাম্মদ, জামালপুর-২ (ইসলামপুর) আসনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল হক খান দুলাল, জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক সম্পাদক প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল, জামালপুর-৫ (সদর) আসনে প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ।
এদের মধ্যে জামালপুর-১ আসনে নুর মোহাম্মদ, জামালপুর-৪ আসনে প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল ও জামালপুর-৫ আসনে প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ আওয়ামী লীগের প্রথম মনোনয়ন পেলেন।
মো. নাসিম উদ্দিন/এসজে/জিকেএস