টঙ্গীর মরকুন পশ্চিমপাড়া এলাকায় দুই ট্রেনের মাঝে পড়ে আহত যুবক নুর আলম (২৮) ঢাকা মেডিকেলে মারা গেছেন।
মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত যুবকের স্ত্রী নিপা আক্তার বলেন, আমার স্বামী দিনমজুরের কাজ করতেন। সকালে বাসা থেকে বের হন। টঙ্গী স্টেশনের একটু দূরে রেললাইনে দুই ট্রেনের মাঝে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
তিনি আরও বলেন, আমাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার তাড়াইলে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
কাজী আল আমীন/এমএইচআর/এমএস