দেশজুড়ে

আশুগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত অর্ধ-শতাধিক

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত হয়েছেন অর্ধ-শতাধিক নারী-পুরুষ। উপজেলার দুর্গাপুর গ্রামে গতকাল বৃহস্পতিবার ও শুক্রবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে । পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত ২২ মার্চ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুর্গাপুর গ্রামের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোয়াজ্জেম হোসেন মাজু মিয়ার বিরুদ্ধে রোমান, মগল মিয়া বিরোধিতা করে আসছিল। এ নিয়ে দু’ পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। এ্রই জের ধরে  গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী সংঘর্ষ হয়। আজ শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আবার চারটি স্থানে তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত অর্ধ-শতাধিক লোক আহত হয়। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।আজিজুল আলম সঞ্চয়/এসএস/এবিএস