চট্টগ্রামে বিএনপির ১০ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছে মহানগর বিএনপি। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
বুধবার (২৯ নভেম্বর) রাতে এ তথ্য জানান চট্টগ্রাম মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ইদ্রিস আলী।
তিনি বলেন, অবরোধের সমর্থনে বুধবার সকাল ৭টার দিকে নগরীর লালখান বাজার এলাকায় মিছিল করার সময় চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সৌরভ প্রিয় পালসহ চারজনকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। গ্রেফতারের পর গোয়েন্দা কার্যালয়ে নিয়ে সৌরভকে মারধর করা হয়। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
ইদ্রিস আলী বলেন, ফিরিঙ্গিবাজার ওয়ার্ড যুবদল নেতা ইফতেখার উদ্দিনকে কোতোয়ালি থানা, দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড যুবদল নেতা এস এম ইউছুপ আলী, উত্তর আগ্রাবাদ ওয়ার্ড যুবদল নেতা আমিন শাকিল, দক্ষিণ কাট্টলী ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা নিশাদুল হাসান বাপ্পি ও শেখ ফরিদকে হালিশহর থানা, উত্তর পাহাড়তলী ওয়ার্ড যুবদল নেতা কবির হোসেনকে আকবর শাহ থানা পুলিশ গ্রেফতার করেছে।
তিনি আরও বলেন, সরকার পতনের একদফা দাবি ও ঘোষিত নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে বিএনপির ডাকা অবরোধের সমর্থনে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল থেকে নেতাকর্মীদের গ্রেফতার সরকারের পেশিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ। সরকার পুলিশকে ব্যবহার করে সারাদেশের ন্যায় চট্টগ্রামেও বিএনপিসহ বিরোধী মতের নেতাকর্মীদের ওপর দমনপীড়ন চালানো হচ্ছে। এই দমনপীড়নের মধ্যেও আন্দোলন অব্যাহত থাকবে এবং সরকারের পতন নিশ্চিত করা হবে।
ইকবাল হোসেন/কেএসআর/জিকেএস