সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজধানীর সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের ৫ নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেইসঙ্গে কেন তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা জানতে চাওয়া হয়েছে। আগামী তিনদিনের মধ্যে কলেজ শাখা ছাত্রলীগের দপ্তরে বিষয়টি লিখিতভাবে জানতে নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (২৯ নভেম্বর) কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. রিপন মিয়া এবং সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়ল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সরকারি তিতুমীর কলেজ শাখার এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থি, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সজীব রানা জয়, সামিউল ইসলাম, মো. নাঈম মিঝি, সাব্বির হোসেন রাহুল ও মোসাদ্দেক হোসেনকে সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগের পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হলো। অব্যাহতি পাওয়া সবাই কলেজ শাখা ছাত্রলীগের সহ-সম্পাদকের দায়িত্বে ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. রিপন মিয়া জাগো নিউজকে বলেন, তারা শৃঙ্খলা ভঙ্গ করেছে। এ জন্য তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।
এনএস/এমএএইচ/জিকেএস