জয়পুরহাটে পর্নোগ্রাফি ভিডিও সংরক্ষণ ও বিক্রির অপরাধে চারজনকে আটক করেছে র্যাব।
বুধবার (২৯ নভেম্বর) রাতে পাঁচবিবি উপজেলার আটাপাড়া বাজার থেকে তাদের আটক করা হয়। জয়পুরহাট র্যাব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটকরা হলেন- পাঁচবিবি উপজেলার ভিমপুর গ্রামের আক্কাস আলীর ছেলে রাসেল হোসেন (৩৯), আটাপাড়ার নজরুল ইসলামের ছেলে ইমরান হোসেন (৩৪), মৃত দুলাল মিয়ার ছেলে মো. সোহাগ বাবু (২০) ও উত্তর গোপালপুর গ্রামের মৃত শহিদুল সরদারের ছেলে আব্দুর রহিম সরদার (২৫)।
আরও পড়ুন: জয়পুরহাটে নাশকতা মামলায় যুবদলের সদস্যসচিবসহ গ্রেফতার ২
জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. শেখ সাদিক বলেন, আটকরা তাদের দোকানে দীর্ঘদিন থেকে পর্নোগ্রাফি ভিডিও সংরক্ষণ করতো। একই সঙ্গে টাকার বিনিময়ে স্থানীয় কিশোর ও স্কুল পডুয়া ছাত্রদের কাছে তা বিক্রি করতেন। এমন তথ্যের ভিত্তিতে অভিযানে নামে র্যাব। পরে অভিযোগের সত্যতা পেলে আটাপাড়া বাজারে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
জেএস/এএসএম