চট্টগ্রামের ফটিকছড়িতে মোটরসাইকেলের ধাক্কায় পিকআপভ্যানের নিচে পড়ে আবুল হাশেম (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শুক্রবার (১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কের ফটিকছড়ির থানার নাজিরহাট এলাকার জামিউল কোরআন মাদরাসা গেটে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল হাশেম ফড়িকছড়ি চরপাড়া গ্রামের শেখ নিয়াজ চৌধুরী বাড়ির গুরা মিয়ার ছেলে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হুদা জাগো নিউজকে বলেন, রাস্তা পার হওয়ার সময় বৃদ্ধ আবুল হাশেমকে একটি বাইক ধাক্কা দেয়। এসময় বাইকের ধাক্কায় তিনি রাস্তায় চলন্ত পিকআপের সামনে পড়েন। এতে পিকআপ তাকে চাপা দেয়। এরপর তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফটিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় গাড়ি দুটি জব্দ করা হয়েছে বলে জানান তিনি।
ইকবাল হোসেন/এমএএইচ/এএসএম