দেশজুড়ে

মেহেরপুরে বোমা সদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুরে পরিত্যক্ত অবস্থায় একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলার পিরোজপুর গ্রামের কলা ব্যবসায়ী মিঠু মিয়ার বাড়ির ছাদ থেকে বস্তুটি উদ্ধার করা হয়।

আরও পড়ুন: রাজধানীতে গ্রেনেড সদৃশ বস্তু উদ্ধার

মিঠু মিয়া জাগো নিউজকে জানান, সকাল সাড়ে ৯টার দিকে ছাদে গেলে একটি ব্যাগে লাল স্কচটেপে মোড়ানো বোমা সদৃশ বস্তু দেখতে পাই। এরপর বিষয়টি পুলিশকে জানালে তারা ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় থাকা বোমা সদৃশ বস্তুটি থানায় নিয়ে যান।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে ককটেল বা বোমা সদৃশ বস্তু উদ্ধার করে থানায় নিয়েছে। এটি বোমা, নাকি অন্য কিছু, বিশেষজ্ঞ দল না আসা পর্যন্ত বলা যাচ্ছে না।

আসিফ ইকবাল/এনআইবি/এএসএম