বগুড়া থেকে কালুয়া সন্তোষ (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি অস্ত্র আইনের মামলায় ২৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি।
শনিবার (২ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সেউজগাড়ী রেল কলোনি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার বালিয়া বাঁশফোড়ের ছেলে।
বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম জাগো নিউজকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন: ২০ হাজার টাকা চুক্তিতে ট্রেনে আগুন দিতে গিয়ে ধরা বিএনপিকর্মী
তিনি বলেন, ২০০১ সালের ২০ জুলাই কালুয়া শহর থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার হন কালুয়া সন্তোষ। ওইদিন পুলিশ বাদী হয়ে সদর থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেন। বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ২০১৮ সালে পিস্তল রাখার দায়ে ১৫ বছর ও গুলি রাখার দায়ে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন। রায়ে ২৫ বছরের এই সাজা একটি শেষ হওয়ার পর আরেকটি কার্যকর করার আদেশ দেন বিচারক। এরপর থেকেই প্রায় ছয় বছর পলাতক ছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এসআই আরও বলেন, বিকেল ৪টার দিকে আসামি কালুয়াকে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এ সোপর্দ করা হয়। এ সময় বিচারক হাবিবা মণ্ডল তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জেএস/জেআইএম