দেশজুড়ে

মিরসরাইয়ে লাইনচ্যুত বগি উদ্ধার, ট্রেন চলাচল স্বাভাবিক

চট্টগ্রামের মিরসরাইয়ে লাইনচ্যুত হওয়া মালবাহী ট্রেন ছয় ঘণ্টা পর উদ্ধার করেছে রিলিফ ট্রেন। রোববার (৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধার করে কুমিল্লার লাকসাম নিয়ে যাওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমজাদ হোসেন।

এরআগে দুপুর দেড়টায় চট্টগ্রামমুখী মালবাহী ট্রেনের একটি বগির সামনের চার চাকা লাইনচ্যুত হয়ে যায়। উপজেলার ওয়াহেদপুরের নিজামপুর পুরাতন রেল স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আরও পড়ুন: মিরসরাইয়ে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

সীতাকুণ্ড পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমজাদ হোসেন বলেন, মালবাহী ট্রেনটির সাত নম্বর বগির সামনের চারটি চাকা লাইনচ্যুত হয়। ছয় ঘণ্টা পর রিলিফ ট্রেন এসে বগি উদ্ধার করে কুমিল্লার লাকসাম নিয়ে গেছে। এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

বড়তাকিয়ার রেলস্টেশন মাস্টার মো. শামসুদ্দৌহা বলেন, নিজামপুর এলাকায় একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার খবর পেয়েছি। তবে আমি ছুটিতে থাকায় বিস্তারিত বলতে পারছি না।

এম মাঈন উদ্দিন/এসআর/জেআইএম