দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় আটক ১৭

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও নবীনগরে ইউনয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে আশুগঞ্জে ১০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।শুক্রবার বিকেল থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার আশুগঞ্জ উপজেলার দূর্গাপুর ও তাজপুরে অভিযান চালিয়ে ১৬ জন ও নবীনগর উপজেলার বীরগাঁও থেকে ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, বৃহস্পতিবার ও শুক্রবার আশুগঞ্জ উপজেলার দূর্গাপুর ও তাজপুর এলাকার দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ঘটে যাওয়া সহিংসতার ঘটনায় বিভিন্ন এলাকা থেকে ১৬ জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে ১০ জনকে শুক্রবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। এছাড়াও শনিবার সকাল পর্যন্ত আরো ৬ জনকে গ্রেফতার করা হলে ১৫১ ধারা মোতাবেক আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।  এদিকে শুক্রবার দুপুরে নবীনগরের বীরগাঁও ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতায় ৫ জন গুলিবিদ্ধসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। এই ঘটনায় বীরগাঁও ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান কবির আহমেদ বাদী হয়ে নবীনগর থানায় একটি মামালা দায়ের করেন। মামলার এজাহারভুক্ত আসামি মো. আমির হামজাকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ একজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো জানান অন্য আসামিদের গ্রেফতার করার জন্য বিভিন্ন এলাকায় তাদের অভিযান অব্যাহত আছে। আজিজুল আলম সঞ্চয়/এফএ/এবিএস