দেশজুড়ে

ট্রেন দেখেও রেললাইন থেকে উঠলেন না যুবক, দ্বিখণ্ডিত হয়ে মৃত্যু

টাঙ্গাইলের মির্জাপুরে ঋণে জর্জরিত হয়ে নিরুপম রাহা (৪০) নামের এক যুবক ট্রেনের নিচে আত্মহত্যা করেছেন।

সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে জয়দেবপুর-বঙ্গবন্ধু সেতু রেলসড়কের মির্জাপুর পৌর এলাকার বাওয়ার কুমারজানী পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে।

নিরুপম রাহা উপজেলার বহুরিয়া ইউনিয়নের কোর্টবহুরিয়া গ্রামের নিমাই রাহার ছেলে। তিনি এক কন্যাসন্তানের জনক।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, নিরুপম রাহা আর্থিক অনটনে ঋণে জর্জরিত হয়ে পড়েন। একপর্যায়ে সদরের বাইমহাটী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতে থাকেন। ঋণের কারণে মাদকাসক্তও হয়ে পড়েন তিনি।

সোমবার দুপুরে বাওয়ার কুমারজানী পূর্বপাড়া এলাকায় রেললাইনের ওপর বসে ছিলেন নিরুপম। এসময় নীলফামারীর চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিলাহাটি একপ্রেস ট্রেনে কাটা পড়ে মারা যান তিনি।

প্রত্যক্ষদর্শী পথচারী স্বপন শিকদার জানান, ট্রেন এলেও ওই যুবক নিজেকে বাঁচানোর কোনোরকম চেষ্টা করেননি। উপজেলার উয়ার্শী ইউনিয়ন পরিষদের সচিব ও নিরুপম রাহার চাচাতো ভাই সুজন কুমার জানান, নিরুপম ঋণে জর্জরিত হয়ে মাদকাসক্ত হয়ে পড়েন। কয়েকদিন আগেও তিনি তাকে কয়েক হাজার টাকা দিয়ে সহযোগিতা করেছেন।

মির্জাপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার কামরুল হাসান ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এস এম এরশাদ/এসআর/এমএস