জাতীয়

চেকপোস্টে পেট্রোল-লাইটারসহ যুবক আটক

রাজধানীর জুরাইন রেলগেট সংলগ্ন বিক্রমপুর প্লাজার সামনে চেকপোস্টে পেট্রোল, লাইটার ও সুতি কাপড়ের ছোট টুকরাসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

আটক যুবকের নাম মো. হেদায়েত উল্লাহ (৩৫)। তিনি কুমিল্লার মনোহরগঞ্জের বাইশগাঁও গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। বর্তমানে হেদায়েত রাজধানীর কদমতলীর আলমবাগে থাকতেন।

আরও পড়ুন>> ২৪ ঘণ্টায় ৮ গাড়িতে আগুন

সোমবার (৪ ডিসেম্বর) রাতে এসব তথ্য জানান শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম সিকদার।

তিনি বলেন, বিকেলে জুরাইন বিক্রমপুর প্লাজার সামনে চেকপোস্ট চলছিল। এসময় এক যুবকের গতিবিধি সন্দেহ হয়। পরে তার দেহ তল্লাশি করে কাপড়ের শপিং ব্যাগে ছোট বোতলে ২৫০ মিলিলিটার পেট্রোল, গ্যাসলাইটার ও সুতি কাপড়ের ছোট টুকরা পাওয়া যায়।

আরও পড়ুন>> পল্টনে তিনটি ককটেল বিস্ফোরণ

আটক যুবক নাশকতামূলক কাজে পেট্রোল ব্যবহার করবেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

টিটি/বিএ/এএসএম