পল্টনে তিনটি ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৫৮ পিএম, ০৪ ডিসেম্বর ২০২৩
ফাইল ছবি

রাজধানীর শাহবাগ থানাধীন পল্টনে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় এ ঘটনা ঘটে।

পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পল্টন মোড়ে বিকেল সাড়ে ৩টায় তিনটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। তবে এতে কেউ আহত হননি। আমরা জড়িতদের ধরতে কাজ করছি।

আরও পড়ুন>> ফার্মগেটে ককটেল বিস্ফোরণ, বাইকের দুই আরোহী আহত

এদিকে রোববার (৩ ডিসেম্বর) রাজধানীর ফার্মগেট এলাকায় দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। বিস্ফোরণে যানজটে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলের দুই আরোহী আহত হন।

আহতরা হলেন মো. এমদাদুল হক খান (৫৬) ও মো. নাজমুস শাহাদাত প্রতীক (৩৮)। তাদের মধ্যে এমদাদুল হক খান জয়েন্ট ডিরেক্টর হিসেবে বাংলাদেশ ব্যাংকে ও নাজমুস শাহাদাত প্রতীক ইঞ্জিনিয়ার হিসেবে সামিট গ্রুপে কর্মরত।

টিটি/ইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।