সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করতোয়া পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানে অগ্নিসংযোগের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৪ ডিসেম্বর) রাতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
এরআগে রোববার রাত ১০টার দিকে উল্লাপাড়া পৌরসভার পাবনা-বগুড়া মহাসড়কের নবগ্রাম নামক এলাকায় একটি কাভার্ডভ্যানে আগুন দিয়ে পালিয়ে যান দুর্বৃত্তরা। পরের দিন করতোয়া কুরিয়ার সার্ভিসের কর্মকর্তা শাহ আলম বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় একটি মামলা করেন।
আরও পড়ুন: দিনাজপুরে টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
এ মামলায় গ্রেফতাররা হলেন একই উপজেলার ইসলামপুর ভূতগাছা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে ফরমান আলী (৩৮), মৃত খোয়াজ উদ্দিনের ছেলে মকদুম আলী (৪৫) ও বড় মনোহরা গ্রামের আব্দুল আজিজের ছেলে নূর মোহাম্মদ (২৫)।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে উল্লাপাড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার অমিত্র সূত্রধর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, এ অগ্নিকাণ্ডের ঘটনার মামলায় তিনজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
এম এ মালেক/জেএস/এমএস