চট্টগ্রারের পতেঙ্গায় চোরাই ডিজেল ও মবিলসহ দুই কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (৫ ডিসেম্বর) পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- পতেঙ্গা থানার দক্ষিণপাড়া এলাকার মো. ইসমাইলের ছেলে মো সুলাইমান (২৯) ও একই এলাকার মৃত সোবহানের ছেলে মো. নেজাম (২৪)।
বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-৭।
র্যাব-৭ জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে চট্টগ্রাম বন্দরে আসা বিভিন্ন জাহাজ, জ্বালানি বহনকারী ট্যাংক লরি থেকে অকটেন, ডিজেল এবং মবিল সংগ্রহ করে কমমূল্যে বাজারে বিক্রি করে আসছিল। মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পতেঙ্গা সি-বিচ এলাকার একটি বসতঘর থেকে চোরাই ডিজেল ও মবিলসহ দুই কারবারিকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে এক হাজার ৩৬০ লিটার ডিজেল ও ২৮০ লিটার মবিল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা হয়েছে।
ইকবাল হোসেন/এমএএইচ/এএসএম