‘মার্হা (মার্কা) পাইলে নাকি রিজাল্ট (ফলাফল) নিবাইন (নেবেন) গা, আতটা (হাত) গুড়ি (গোড়া) থেকে কাইট্যা (কেটে) ফেলান অইবো’ বলে বক্তব্য দিয়েছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি মো. বাবুল আহম্মেদ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাতে উপজেলা সদরের নিজ বাড়ির সামনে এমন বক্তব্য দেন তিনি। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
বাবুল আহম্মেদ আরও বলেন, ‘আপনারা বাইরে যারা আছেন কেন্দ্র পাহারা দেবেন। ভোটাররা ভোট দেবে। রেজাল্ট শিট নেবেন। এরপর পাকুন্দিয়া আসবেন। সোহরাব সাব দুই উপজেলায় এক লাখের ওপরে ভোট বেশি পাবে।’
তিনি বলেন, ‘আমি সোহরাব সাবকে বলেছি আমার কোনো চাওয়া পাওয়া নেই। আমার শুধু একটু ইজ্জতের দরকার। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ। বেইজ্জতি করার মালিকও আল্লাহ।’
পাকুন্দিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনুর উদ্দেশ্যে বাবুল আহম্মেদ বলেন, ‘রেনু সাহেব বাড়াবাড়িটা কম করুইন যে। আপনার জন্য, আপনার মইও কিন্তু আমরা ছিলাম। আপনার চরিত্র সম্পর্কে আমরা জানি। কোনো দিন কিছু বলিনি। আপনার প্রয়োজন টাকা। টাকা কিন্তু নূর মোহাম্মদ সাহেবের (বর্তমান সংসদ সদস্য) কাছ থেকে আদায় করতে পারেন নাই। মেজবাহ সাবও মুক্তিযোদ্ধা ছিলেন। তার সব জায়গা লুটপাট করেছেন আপনি। তাকে ফেল করাইছেন আপনি। আবার চাইতেছেন আব্দুল কাহহার আকন্দের কাছে লুটপাট করার জন্য। কাহহার সাব যদি ভুল করে তার বিষয়। ওরা কিন্তু ভোটের ব্যাপারী না। ভোট কিন্তু জনগণে দিবো। রেনুর কথা আর মানুষের বউ ভাগায়া লইয়া পড়ে তারার কথা জনগণ ওঠে আর বয় না।’
ওই সভায় আরও উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক ভিপি হেলাল উদ্দিন, পাটুয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক জুটন, পাকুন্দিয়া পৌরসভার কাউন্সিল মো. আসাদ মিয়া।
পাকুন্দিয়া উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি বাবুল আহম্মেদ বলেন, রফিকুল ইসলাম রেনু রেজাল্ট নিয়া যাওয়া হবে বলে বিভিন্ন স্থানে হুমকি দিয়ে বেড়াচ্ছেন। আর তার এমন হুমকির প্রতিবাদে আমি এমন প্রতিবাদী হুঙ্কার দিয়েছি।
এ বিষয়ে জানতে পাকুন্দিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রেনুর মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে বর্তমান সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়েছেন। মনোনয়ন পেয়েছেন সাবেক অতিরিক্ত ডিআইজি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাহহার আকন্দ। এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সাবেক সংসদ সদস্য পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অ্যাডভোকেট সোহরাব উদ্দিন।
দলীয় প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীকে কেন্দ্র করে এরই মধ্যে অনলাইন থেকে অফলাইন সব জায়গায় শুরু হয়ে গেছে এ আসনে নির্বাচনী উত্তাপ।
এসকে রাসেল/এসজে/জিকেএস