শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নওকুচি সীমান্তে বন্যহাতির আক্রমণে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে স্থানীয় অধিবাসীদের কাছ থেকে সংবাদ পেয়ে পুলিশ সীমান্তের নওকুচি সীমান্তের ১১০৪ নম্বর সীমানা পিলারের পাশে বানাইপাড়া গ্রামের পাহাড় থেকে তার লাশ উদ্ধার করেছে।কাংশা ইউনিয়নের নওকুচি ওয়ার্ডের ইউপি মেম্বার মো. আব্দুর রশিদ জানান, সকালে কৃষকরা পাহাড়ের ঢালে ধানক্ষেত দেখতে গিয়ে ওই ব্যক্তির লাশ দেখে তাকে জানালে তিনি পুলিশে খবর দেন। হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে বলে উল্লেখ করে তিনি জানান, শুক্রবার রাতে সীমান্তের ওপাড়ে ভারতীয় এলাকা থেকে প্রায় অর্ধ-শতাধিক একটি হাতির পাল রাতের আধারে হালচাটি ও নওকুচি এলাকার লোকালয়ে এসে তাণ্ডব চালায়। শনিবার ভোরের দিকে বন্যহাতি ফের পাহাড়ে চলে যাবার সময় অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তিকে পায়ের নিচে পিষ্ট করে থাকতে পারে। ঝিনাইগাতী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। তবে তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। পাহাড়ি এলাকায় তিনি ঘুরে বেড়াতেন। কোথা থেকে এসেছেন তা জানা যায়নি। ওসি জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।হাকিম বাবুল/এমএএস/আরআইপি