দেশজুড়ে

গ্রেফতার এড়াতে ৯ বছর পালিয়ে ছিলেন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি

গোপালগঞ্জে মাদক মামলায় ৯ বছর পলাতক যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি জহির মিয়াকে (৫০) গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে র‌্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্প থেকে আসামিকে লক্ষ্মীপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

Advertisement

এর আগে শুক্রবার রাতে ঢাকার ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে জহিরকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: যাবজ্জীবন অর্থ আমৃত্যু কারাদণ্ড

র‌্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের স্কোয়াড কমান্ডার গোলাম মোর্শেদ বলেন, যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি জহির পেশায় গাড়িচালক। গাড়িতে করে তিনি বিভিন্ন জেলায় নিয়ে মাদক বিক্রি করতেন। ২০১৩ সালে বিক্রির উদ্দেশ্যে ফেনসিডিল নিয়ে গোপালগঞ্জে গেলে পুলিশ তাকে গ্রেফতার করে। পরে তিনি জামিনে গিয়ে পলাতক। ২০১৪ সালে মামলাটির রায় দেন গোপালগঞ্জ জজ আদালত। র‌্যাব-১১ এর একটি দল তাকে গ্রেফতার করে লক্ষ্মীপুর মডেল থানায় হস্তান্তর করে।

Advertisement

জহির লক্ষ্মীপুর সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের রওশন চৌকিদার বাড়ির শফি উল্লা মিস্ত্রির ছেলে।

কাজল কায়েস/আরএইচ/এমএস