রাজধানীর মোহাম্মদপুরে ৬০টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। এছাড়া পাঁচটি মামলায় দুই লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ এ অভিযান পরিচালনা করেন।
এদিন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩৩ নম্বর ওয়ার্ডের আওতাধীন মোহাম্মদপুরে গাবতলী বেড়িবাঁধের জাকের ডেইরি ফার্ম সংলগ্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এসময় অবৈধভাবে নির্মিত প্রায় ৬০টি দোকান উচ্ছেদসহ জাকের ডেইরি ফার্ম ও মদিনা ডেইরি ফার্মের দখল করা ভূমি উদ্ধার করা হয়। এছাড়া অভিযানকালে পাঁচটি মামলায় দুই লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
আরও পড়ুন>> শীতলক্ষ্যা তীরের ২২ অবৈধ স্থাপনা উচ্ছেদ
আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোতাকাব্বির আহমেদ বলেন, ‘এ স্থাপনাগুলো সম্পূর্ণ অবৈধভাবে গড়ে তোলা হয়েছিল। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ডিএনসিসির মালিকানাধীন এই ভূমির অবৈধ সব স্থাপনা উচ্ছেদ করা হবে। অবৈধ দখলের বিরুদ্ধে এ অভিযান চলবে।’
অভিযানকালে ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসিফ আহমেদ উপস্থিত ছিলেন।
এমএমএ/ইএ/জেআইএম