শীতলক্ষ্যা তীরের ২২ অবৈধ স্থাপনা উচ্ছেদ

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৫:১০ পিএম, ১১ নভেম্বর ২০২৩

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীর দখল করে গড়ে উঠা ২২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

শনিবার (১১ নভেম্বর) শিমরাইলের কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন: আড়িয়াল খাঁ নদের তীর সংরক্ষণ-ড্রেজিং ব্যয় বাড়লো সাড়ে ১৪ কোটি টাকা

এসময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম-পরিচালক মো. শহীদুল্লাহ, উপ-পরিচালক মো. মোবারক হোসেন মজুমদার, সহকারী পরিচালক নাহিদ হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা। অভিযানকালে পুলিশ, নৌপুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ বলেন, শীতলক্ষ্যা নদীর তীর দখল করে গড়ে উঠা ২২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। হাইকোর্টের নির্দেশে নদীর দখলদারদের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

রাশেদুল ইসলাম রাজু/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।