পদ্মা সেতুর মাওয়া অংশে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একবাসের হেলপারসহ দুজন আহত হয়েছেন। শনিবার (৯ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে সেতুর ১৪ ও ১৫ নম্বর পিয়ারের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সেতুতে কাজ চলমান থাকায় ওয়ানওয়ে লেনে যানবাহন চলাচল করছিল। বিকালে গোল্ডেন লাইন নামের একটি সেতু হয়ে মাওয়া থেকে শরীয়তপুরের অভিমুখে যাচ্ছিল। যাত্রীবাহী বাসটি সেতুর ১৪ নম্বর পিয়ারের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী মেঘলা পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় গোল্ডেন লাইন পরিবহনের হেলপার ও একযাত্রী আহত হয়। পরে তাদের একটি অ্যাম্বুলেন্সে করে শরীয়তপুরে নেওয়া হয়।
পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, দুর্ঘটনার পর র্যাকারের মাধ্যমে বাস দুটি সরিয়ে নেওয়া হয়েছে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। সেতুতে এখন যান চলাচল স্বাভাবিক।
আরাফাত রহমান সাকিব/আরএইচ/জেআইএম